ফুলবাড়ী আর.ডি.আর.এস সংস্থার ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়

0
88

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আরডিআরএস বাংলাদেশ সংস্থার ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়।

গতকাল সোমবার দুপুর ২ টায় ফুলবাড়ী আরডিআরএস অফিস কার্যালয়ে ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী শাখা ব্যবস্থাপক (ক্ষুদ্র ঋণ কর্মসূচির) মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার সুযোগ্য মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানা এস আই আরিফ, ফুলবাড়ী উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর , ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসের সহকারী কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার, পৌর কাউন্সিলর হারান দত্ত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী আলোর দিশারী অনির্বনার সীতা রাম দাস, গণ উন্নয়ন কেন্দ্র সংস্থার ম্যানেজার, আরডিআরএস ফুলবাড়ী সংস্থার কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধিজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাহমুদ মানিক, প্রজেক্ট অফিসার আরডিআরএস বাংলাদেশ ফুলবাড়ী। আলোচনা সভা শেষে কেককেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।