মেক্সিকোতে সাংবাদিক নির্যাতনে অভিযুক্ত সাবেক গভর্নর গ্রেফতার

0
82

এক সাংবাদিককে নির্যাতন করার নির্দেশ দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার মেক্সিকোর সাবেক এক গভর্নরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে। খবর এএফপি ও দ্য গার্ডিয়ানের।

গত বুধবার আকাপুলকো থেকে সাবেক গভর্নর ম্যারিও ম্যারিনকে আটক করে ক্যানকুমে পাঠানো হয়। ২০০৫ সালে করা একাধিক অভিযোগের সঙ্গে যুক্ত থাকায় তাকে সেখানে পাঠানো হয়। আর ওই বছরেই তিনি সেন্ট্রাল পুয়েবলা রাজ্যের গভর্নর নির্বাচিত হন।

খবরে বলা হয়, পুরস্কার বিজয়ী অনুসন্ধানী সাংবাদিক লিডিয়া কাচোকে নির্যাতন করায় এক বিচারকের সামনে হাজির করে আনুষ্ঠানিকভাবে তাকে অভিযুক্ত করা হয়। সাবেক এই গভর্নরকে গৃহবন্দি করে রাখা হবে কি না, সে ব্যাপারে বিচারক আগামী ১০ ফেব্রুয়ারি সিদ্ধান্ত দেবেন।

মেক্সিকোর দক্ষিণপূর্বাঞ্চলীয় কুইনতানা রো রাজ্যের একটি আদালত গ্রেপ্তারের নির্দেশ দেওয়ায় ম্যারিন ২০১৯ সালের এপ্রিল থেকে পলাতক ছিলেন।

বর্তমানে বিদেশে বসবাস করা এ সাংবাদিক নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনা তুলে ধরতে দীর্ঘ দিন ধরে কাজ করেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ডিসেম্বরে কাচো পুয়েবলা প্রসিকিউটরস দপ্তরের এজেন্টদের হাতে ক্যানকুনে গ্রেপ্তার হন। পরে, মিথ্যা অপবাদ ও মানহানির মামলায় তাঁকে অভিযুক্ত করা হয়। তিনি অভিযোগ করেন যে ক্যানকুন থেকে পুয়েবলায় নেওয়ার সময় কর্মকর্তারা তাঁকে মানসিকভাবে নির্যাতন করেন এবং যৌন হয়রানির হুমকি দেন।