ধামরাইয়ে চেয়ারম্যান প্রার্থী মোরছালিম সরদার এর শীতবস্ত্র বিতরণ

0
91

রনজিত কুমার পাল (বাবু) ,ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার ১১ নং ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার(৫ই ফেব্রুয়ারি)দিনব্যাপী উক্ত ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোরছালিন সরদার এর পক্ষ থেকে সহস্রাধিক অসহায় হতদরিদ্র পরিবারের শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণের এ’ অনুষ্ঠান মোরছালিন সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রা’র সভাপতি,ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব বেনজির আহমেদ এম পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, ধামরাই উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিল্লাল হোসেন,মাকসুদুর রহমান সাবেক কৃষি কর্মকর্তা। ভাড়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান।

যুবলীগের সদস্য ইকবাল হোসেনের অনুষ্ঠান পরিচালনায় এ’সময় আরো উপস্থিত ছিলেন ,মেম্বার প্রার্থী মো: শামীমুজ্জামান শামীম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভাড়ারিয়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের জনগন।