জামিনে মুক্তি পেলেন সাংবাদিক সিরাজুল ইসলাম রতন

0
70

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা: গাইবান্ধা জেলার পলাশবাড়ীস্থ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহন দায়েরকৃত তথ্য প্রযুক্তি ডিজিটাল আইনের মিথ্যা মামলায় অবশেষে সাংবাদিক সিরাজুল ইসলাম রতন জামিনে মুক্তি পেয়েছে।

গতকাল ২৮ মে গাইবান্ধা বিজ্ঞ ম্যাজিস্টেট আদালতে তিনি এ জামিন লাভ করেন । এদিন বিকালে গাইবান্ধা জেলা কারাগার হতে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে গত ২৬ মে নিজ বসতবাড়ী হতে গ্রেফতার হন সাংবাদিক সিরাজুল ইসলাম রতন তিনি দৈনিক মানবজমিন ও দৈনিক চাদনী বাজার পত্রিকার পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি হিসাবে দীর্ঘদিন হলো কর্মরত রয়েছেন। এছাড়াও পলাশবাড়ী প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক হিসাবে দায়িত্বপালন করছেন।

সাংবাদিক সিরাজুল ইসলাম রতনের বিরুদ্ধে দায়েরকৃত উক্ত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন জেলার সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা।

Author