ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়েতে ৭টি গাড়ির সংঘর্ষ, আহত ৫

0
75

জাহাঙ্গীর আলম চমক: ঘন কুয়াশার কারণে  সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়েতে পর পর ৭ টি গাড়ি পেছন দিক থেকে ধাক্কা লেগে ব্যাপক ক্ষতি হয়। এ সময় ৫ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুচিয়া মোরা এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি ট্রাক কুয়াশার কারণে এক্সপ্রেস ওয়ের রেলিং এর সাথে ধাক্কা লাগে। একই দিকে চলাচলরত পেছনে থাকা পরপর ৫ টি প্রাইভেট ও মাইক্রোবাস ধাক্কা লেগে ব্যপক ক্ষতি হয়। শেষে আরাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয় এতে গাড়ির পেছনের অংশ দুমরে মুচরে যায়। গতি কম থাকার কারণে বড় ধরনের দূর্ঘটনা ঘটেনি। আহত ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসাড়া হাইয়ে থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে এ দূর্ঘটনা ঘটেছে। তবে গুরুতর আহত কেউ হননি। এক ঘন্টার চেস্টায় রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে। রাস্তায় গাড়ি চলাচল কম ও ফেরি চলাচল বন্ধ থাকায় কোন যানজটের সৃষ্টি হয়নি।