খুলনার দিঘলিয়ায় ৭০টি পরিবার পেল পাকা ঘর

0
106

আহছানুল আমীন জর্জ, খুলনা : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসন ৭০ টি পরিবারকে আনুষ্ঠানিকভাবে জমির দলিল ও ডিসিআর হস্তান্তর করে।

২৩ জানুয়ারী শনিবার সকালে প্রধানমন্ত্রী ডিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে এই দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। দিঘলিয়া উপজেলা প্রশাসন এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলমের সভাপতিত্বে দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়াররম্যান শেখ মারুফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূনি) মোঃ আলীমুজ্জামান মিলন, উপজেলা আওয়ামীগলীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়াররম্যান মোঃ আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়াররম্যান মমতাজ শিরীন ময়না, উপজেলা প্রকৌশলী মোঃ হাসান তারিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসানউল্লাহ চৌধূরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিচুজ্জামান ও স্থানীয় সুধীজন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলমসহ উপস্থিত অতিথীবৃন্দ উপজেলাধীন ৭০ টি পরিবারকে আনুষ্ঠানিকভাবে জমির দলিলও ডিসিআর হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর উপহার ঘর এবং দলিল পেয়ে উপজেলাধীন ৭০ টি গৃহহীন এবং ভূমিহীন পরিবার খুবই উজ্জীবিত হয়েছেন।