পাটুরিয়া-দৌলতদিয়া এবং কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটেও ঢাকা ফেরা মানুষের ঢল

0
101

পাটুরিয়া-দৌলতদিয়া এবং কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটেও ঢাকা ফেরা মানুষের ঢল নেমেছে। তবে পদ্মায় পানি বাড়ায় ব্যাহত হয় ফেরি চলাচল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অন্যদিকে, গণপরিবহন বন্ধ থাকায় মহাসড়কগুলোয় থ্রি হুইলার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট যানবাহনে ঢাকার উদ্দেশ্যে ছুটছেন অনেকে। গুণতে হচ্ছে বাড়তি ভাড়া।

সংক্রমণের ঝুঁকি নিয়েই ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ আবারও রাজধানীমুখী। সেইসঙ্গে দুই মাসের বেশি সময় পর শেষ হচ্ছে সাধারণ ছুটি। তাই দীর্ঘদিন গ্রামে থাকা কর্মজীবীরাও ঢাকার পথে।

বৃহস্পতিবার ভোর থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঢল নামে রাজধানীমুখী মানুষের। একই চিত্র দেখা গেছে কাঁঠালবাড়ি শিমুলিয়া ঘাটেও। প্রশাসনের সতর্কতামূলক মাইকিংয়ের পরও, স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই গাদাগাদি করে ফিরছেন যাত্রীরা।

পদ্মার পানি বেড়ে পন্টুন ডুবে যাওয়ায় পাটুরিয়ায় দুর্ভোগে পড়েন অনেকে। বৈরি আবহাওয়ায়, লঞ্চ ও স্পিডবোটের পাশাপাশি কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে বন্ধ ডাম্ব ফেরি চলাচল। এতে ঘাট এলাকায় যাত্রীচাপে বাড়ে ভোগান্তি।

এদিকে, সড়ক পথেও ছিলো রাজধানীমুখী মানুষের ঢল। এ দিন দুপুরে দিকে, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-আরিচা মহাসড়কে বাড়ে গাড়ির চাপ। বাস বন্ধ থাকায় পিকআপ, মাইক্রোবাস, মোটর সাইকেলে করেই ঢাকায় ফেরেন মানুষ। তবে যানবাহনগুলোতে ছিলো না স্বাস্থ্যবিধি মানার প্রবণতা।

সড়কে চেকপোস্ট থাকলেও পুলিশের কঠোর অবস্থান দেখা যায়নি। তল্লাশির ক্ষেত্রেও ছিলো শিথিলতা।