মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। বৃহস্পতিবার ( ২৮ মে ) সন্ধায় এ খবর নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
আজ এ পর্যন্ত জেলাটিতে নতুন করে ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৮ জনে। নতুন করে করোনা শনাক্ত ১০ জনই জেলা শহরের সবুজপাড়ায় অবস্থিত র্যাব-১৩ সিপিসি-২ ক্যাম্পের সদস্য। এর আগে এই ক্যাম্পের ৯ জন করোনা পজেটিভ হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুসারে জানা যায়, নীলফামারী সদরে-৪৭ জন, ডোমারে-১১ জন, ডিমলায়-১৫ জন, জলঢাকায়-৯ জন, কিশোরগঞ্জে-৮ জন এবং সৈয়দপুরে-১৮ জন। মোট ১০৮ জন করোনা রোগী শনাক্ত হয় জেলায়।
এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ২ জন। মৃত্যু বরণকারী দুইজন হলেন কিশোরগঞ্জের উপজেলার একজন এবং জলঢাকা উপজেলার একজন।