শার্শার সেই নারী চিকিৎসক ও তার ছেলের করোনা জয়

0
100

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শায় করোনা আক্রান্ত নারী চিকিৎসক ও তার ছেলে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছে। ২২’শে এপ্রিল তাদের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের রিপোর্ট অনুযায়ী নিয়তি বড়াল নামের ওই চিকিৎসকের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ আলী এ তথ্য জানান।

গতকাল বুধবার (২৭ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইউসুফ আলী তার বাড়িতে গিয়ে ফুল দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানান। আক্রান্ত ওই নারী চিকিৎসক নিয়তি বড়াল শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। তিনি বর্তমানে উপজেলার লক্ষণপুর উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে রয়েছেন। তার বাড়ি শার্শা সদরের কামারবাড়ি। ওই নারী চিকিৎসক বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন স্বাস্থকেন্দ্রে ভারত ফেরতদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার কাজে নিয়োজিত ছিলেন বলে জানান তিনি।

নিয়তি বড়াল তার সুস্থ্য হওয়ার অনুভূতি প্রকাশ করে বলেন, এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।এক্ষেত্রে সিস্টেমেটিক ট্রিটমেন নিতে হবে। যখন যে সমস্যা হবে, জানাতে হবে,ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে।নিয়ম মেনে ঘরে থেকেই সুস্থ্য হওয়া সম্ভব। আমার ছেলে সনদ কুমারও আক্রান্ত ছিল কিন্তু মহান সৃষ্টিকর্তার অপার করুণায় সে আমার আগেই সুস্থ্য হয়েছে।