অতিরিক্ত সচিব হলেন প্রদীপ রঞ্জন চক্রবর্তী

0
118

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এই কর্মকর্তাকে সচিব করে পরিকল্পনা কমিশনের সদস্য নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পরিকল্পনা কমিশনের সদস্য সাহিন আহমেদ চৌধুরী আগামী ১ জুন অবসরে যাবেন। পরিকল্পনা কমিশনের সদস্যদের পদটি সচিব পদমর্যাদার।

৪২তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী প্রদীপ চক্রবর্তী বিসিএস ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা। নেত্রকোনার শহীদ বুদ্ধিজীবী কামিনী কুমার চক্রবর্তীর কনিষ্ঠ পুত্র প্রদীপ চক্রবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

তিনি দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। এছাড়া মাঠ প্রশাসনেরও গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন এই কর্মকর্তা।