পঙ্গপাল তাড়াতে ক্ষেতে ডিজে মিউজিক, ভিডিও ভাইরাল

0
243

পঙ্গপাল আতঙ্কে এবার সময় পার করছেন ভারতের উত্তরপ্রদেশের কৃষকরা।

রাজ্যের মহোবা এবং ঝাঁসিতে ইতিমধ্যে শস্য-খেকো পঙ্গপালের দেখা মিলেছে। ফলে চিন্তার ভাঁজ প্রশাসনের কর্তাব্যক্তিদের কপালে। রাজ্যের ১০ জেলায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।

সম্ভাব্য বিপদের মুখে বসে না থেকে পঙ্গপালদের হাত থেকে জমির ফসল রক্ষায় নানা কৌশল নিচ্ছেন উত্তরপ্রদেশের কৃষকরাও। এক্ষেত্রে নানা ব্যতিক্রমী পন্থার শরণাপন্ন হয়েছেন তারা। তেমনই একটি কৌশলের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

টুইটারে ৩০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন ঝাঁসির অতিরিক্ত পুলিশ সুপার রাহুল শ্রীবাস্তব। ভিডিওতে দেখা যাচ্ছে, পঙ্গপালদের আক্রমণের হাত থেকে ফসল রক্ষার জন্য ডিজে গাড়ির ব্যবস্থা করেছেন স্থানীয় কৃষকরা। দিনরাত সেখানে বাজানো হচ্ছে ডিজে মিউজিক।

প্রতিদিন ভারতের নতুন নতুন এলাকায় আক্রমণ করছে পঙ্গপাল। মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ফসলের দফারফা করে তারা ঢুকে পড়েছে মহারাষ্ট্রে। পূর্ব মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের চার থেকে পাঁচটি গ্রামে তাদের দেখা মিলেছে।

সূত্র: এই সময়