লকডাউনের বিরুদ্ধে অস্ট্রিয়ার রাজধানীতে হাজারো মানুষের বিক্ষোভ

0
89

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলার জন্য আরোপ করা লকডাউনের বিরুদ্ধে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ-এর সরকার নতুন করে লকডাউনের মেয়াদ বাড়ানোর ব্যাপারে যখন আলোচনা করছিল তখন দেশের সাধারণ মানুষ তার প্রতিবাদে রাজপথে নেমে আসেন।

বিক্ষোভকারীরা চ্যান্সেলর কুর্জ-এর বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় বহু মানুষের মুখে মাস্ক ছিল না। তারা চ্যান্সেলরের পদত্যাগ দাবি করেন।

৮৯ লাখ মানুষের দেশ অস্ট্রিয়ায় তৃতীয় লকডাউন চলছে যাতে শুধুমাত্র জরুরী পণ্যসামগ্রীর দোকান খোলা আছে। দেশটিতে এ পর্যন্ত ৩৯ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এর ছোবলে সাত হাজার মানুষ মারা গেছেন।

সরকারের সঙ্গে বৈঠকের পর জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞরা বলেছেন দেশে করনা ভাইরাসের সংক্রমণের হার এত বেশি যে, এখন লকডাউন শিথিল করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে আজই সরকারের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করার কথা রয়েছে। পার্সটুডে