ভোলা রাজাপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ পণ্ড

0
95

ইয়ামিন হোসেনঃ ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কন্দ্রকপুর গ্রামের সেরাজুল মুন্সিবাড়ীর কামাল হোসেন এর ৮ম শ্রেণী পড়ুয়া মেয়ের বাল্যবিবাহ বন্ধ করেছে ভোলার প্রশাসন। ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে রবিবার সকালে এই বাল্যবিবাহ বন্ধ করেন এবং ওই স্কুল ছাত্রীর অভিভাবক এর ১০ হাজার টাকা জরিমানা করেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, জনৈক কামাল হোসেন এর ৮ম শ্রেণী পড়ুয়া মেয়ের বাল্যবিবাহ হচ্ছে ৯৯৯ থেকে পুলিশ কে অবহিত করলে ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আবি আবদুল্লাহ্ ও সদর থানার ওসি তদন্ত আরমান হোসেন ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন এবং ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে অঙ্গিকারনামা নিয়েছেন কনের অভিভাবকদের কাছ থেকে।

এ ছাড়া ও বাল্যবিবাহ আয়োজন এর অপরাধে ওই ছাত্রীর অভিভাবক এর ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবি আবদুল্লাহ্।বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর থানার ওসি তদন্ত আরমান হোসেন।