নওগাঁয় অবৈধভাবে পুকুর খননঃ ইউএনও এর অভিযানে ভেকু মেশিনের যন্ত্রপাতি জব্দ

0
84

মোঃ সুইট হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে অবৈধভাবে ধানি জমীতে স্কেভেটর/ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করার সময় ইউএনও এর অভিযানে স্কেভেটর/ভেকু মেশিনের বিশেষ কিছু যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি ২০২১) দুপুরে রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের বিশিয়া গ্রামের দক্ষিণ পাড়ায় রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন এ অভিযান পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের বিশিয়ার দক্ষিণ পাড়ায় অবৈধভাবে পারইল ০৪ নং পারইল ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা মোঃ আব্দুস সোবাহান এর ছত্রছায়াই দিন-রাত স্কেভেটর/ভেকু মেশিন দিয়ে মৃত আব্দুল খালেক এর ছেলে মোঃ মোস্তাফ এর পুকুর খনন এর কাজ চলছিলো। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও এর অভিযান পরিচালনার খবর পেয়ে পুকুর খনন কাজে কর্মরত ভেকু মেশিন ড্রাইভার সহ প্রত্যেকে পালিয়ে যায়। তবে স্কেভেটর/ভেকু মেশিনের বিশেষ কিছু যন্ত্রপাতি জব্দ করে মেশিনটি অকেজ করার মাধ্যমে খনন কাজটি বন্ধ করা হয়।

এ বিষয়ে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন জানান, গোপন সূত্রে জানতে পারি রাণীনগরের বিশিয়া দক্ষিন পাড়ায় যুবলীগ নেতা আব্দুস সোবাহান এর সহযোগীতায় ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে ধানি জমিতে পুকুর খনন কাজ চলছে। অতঃপর দ্রুত অভিযান পরিচালনা করা হয়। স্থানটিতে কাওকে না পাওয়া গেলেও স্কেভেটর/ভেকু মেশিনের বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।