করোনায় মারা গেছেন ফারইস্ট ইউনিভার্সিটির ভিসি

0
190

বেসরকারি বিশ্ববিদ্যারয় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি ড. নাজমুল করিম নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে মারা গেছেন।আজ বৃহস্পতিবার (৭ মে) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানা গেছে।

দেশে করোনাভাইরাসে প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মারা গেলেন।মরহুম নাজমুল করিম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন অধ্যাপক।তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ বাংলাদেশ ও ফারইস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান শেখ কবির হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।