উত্তর কোরিয়া ছাড়লেন ব্রিটিশ দূতাবাসকর্মীরা

0
124

কোনো ধরনের কারণ ছাড়াই হঠাৎ করেই উত্তর কোরিয়ার ব্রিটিশ দূতাবাসকর্মীরা দেশটি ত্যাগ করেছেন। এ কারণে পিয়ংইয়ংস্থ ব্রিটিশ দূতাবাস বন্ধ হয়ে গেছে।

ঠিক কি কারণে ব্রিটিশ দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে তা জানা যায়নি। তবে কোনো কোনো সূত্র জানিয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর জন্য উত্তর কোরিয়া সরকার যেসব কঠোর ব্যবস্থা নিয়েছে তার আওতায় ব্রিটিশ দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে।

এন কে নিউজের সংবাদে জানা গেছে, উত্তর কোরিয়ায় ব্রিটিশ দূতাবাস বন্ধ হয়ে গেছে এবং এর কূটনীতিকরা পিয়ংইয়ং ত্যাগ করছেন। উত্তর কোরিয়ার একটি সূত্র জানিয়েছে, ব্রিটিশ কূটনীতিকরা স্থল সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করেছেন।

উত্তর কোরিয়ায় ব্রিটিশ দূতাবাস বন্ধ হওয়ার বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।