কমলার প্রেস সেক্রেটারি ভারতীয় বংশোদ্ভুত সাবরিনা সিং

0
77

হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নারী সাবরিনা সিং। জো-বাইডেনের প্রশাসনে কাজ করবেন তিনি। গত শুক্রুবার (৮ জানুয়ারি) নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট এই ঘোষণা দেন। সাবরিনাই প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত মার্কিন যিনি মার্কিন ভাইস প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি হয়েছেন।

আগামী ২০ জানুয়ারি জো বাইডেন ক্ষমতা নেওয়ার পর সাবরিনা আরেকটি নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন।

টুইটারে সাব্রিনা লিখেছেন, “কমলা হ্যারিসের প্রেস সচিব হিসাবে #বিডেনহ্যারিসের টিকিটে যোগ দিতে পেরে আমি খুব উচ্ছ্বসিত। নভেম্বরে জিতে কাজে যোগ দেওয়ার অপেক্ষা করতে পারছি না।”

লস এঞ্জেলসের বাসিন্দা সাব্রিনার অবশ্য এর আগেও ডেমোক্র্যাটিক পদপ্রার্থীদের সঙ্গে হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। নিজ জার্সি সেনেটর কোরি বুকার এবং নিউ ইয়র্কের প্রাক্তন মেয়র মাইক ব্লুমবার্গ প্রেসিডেন্ট পদের দৌড়ে থাকাকালীন তাঁদের মুখপাত্র হিসাবে কাজ করেছেন সাব্রিনা। পাশাপাশি, ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির মুখপাত্রও ছিলেন তিনি।

এর আগে সাবরিনা ডেমোক্রেটিক পার্টির দুজন প্রেসিডেন্ট প্রার্থী সিনেটর কোরি বুকার ও মাইকেল ব্লুমবার্গের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক আঙিনায় কাজের অভিজ্ঞতা ছাড়াও সাব্রিনার রক্তেই যেন রয়েছে সামাজিক বৈষম্যের বিরুদ্ধে গর্জে ওঠার ঐতিহ্য। গত শতকের চারের দশকে মার্কিন সরকারের বর্ণবৈষম্যমূলক নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন সাব্রিনার ঠাকুরদা সর্দার জে জে সিংহ। ‘ইন্ডিয়া লিগ অব আমেরিকা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে সে সময় স্বল্পসংখ্যক ভারতীয়দের নিয়ে মার্কিন দেশ জুড়ে বিক্ষোভে শামিল হয়েছিলেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্দো-আমেরিকানদের স্বার্থরক্ষাই ছিল তাঁদের প্রধান লক্ষ্য। মূলত ওই আন্দোলনের জেরেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ১৯৪৬ সালে লুস-সেলার আইন পাশ করতে বাধ্য হন। যার জেরে মার্কিন মুলুকে অভিবাসী হয়ে যাওয়ার জন্য বছরে ১০০ জন ভারতীয়ের আসন সংরক্ষিত হয়েছিল।

এ ছাড়া ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির সাবেক ডেপুটি কমিউনিকেশন ডিরেক্টর সাবরিনা ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের রিজিওনাল কমিউনিকেশন ডিরেক্টরেরও দায়িত্ব পালন করেন।