কোহলিকে ছাড়িয়ে গেলেন স্মিথ

0
94

সিডনি টেস্টে ব্যাট হাতে দারুণ খেলেছেন স্টিভেন স্মিথ। দীর্ঘ ১৬ মাস পর পেয়েছেন টেস্ট সেঞ্চুরির দেখা। ভারতের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসেও রানের দেখা পেয়েছেন এই অসি তারকা। দুই ইনিংসে ভালো করার সুবাদে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পাওয়ার লড়াইয়ে একধাপ এগিয়েছেন স্মিথ। আইসিসির ওয়েবসাইটের খবরে জানা গেছে, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়িয়ে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠেছেন স্মিথ। তৃতীয় স্থানে নেমে গেছেন ছুটিতে থাকা কোহলি। অন্যদিকে কদিন আগে এক নম্বরে ওঠা কেইন উইলিয়ামসন পেয়েছেন ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট।

ভারত ও অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শেষে আজ মঙ্গলবার হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। সেখানে ৯১৯ রেটিং নিয়ে সবার ওপরে আছেন উইলিয়ামসন। এটি তাঁর ক্যারিয়ারসেরা রেটিং। কোনো নিউজিল্যান্ড ক্রিকেটারেরও ব্যক্তিগত সর্বোচ্চ রেটিং এটি। তৃতীয় স্থানে থাকা সিডনি টেস্ট শুরু করা স্মিথ নতুন ২৩ পয়েন্ট পেয়েছেন। মোট ৯০০ রেটিং পয়েন্ট নিয়ে উঠেছেন দুই নম্বরে। দুই থেকে তিনে নেমে গেছেন কোহলি। ভারতীয় তারকার রেটিং ৮৭০।

দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ার সেরা রেটিং পেয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। ৮৬৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছেন তিনি। দুই হাফসেঞ্চুরিতে আট নম্বরে উঠেছেন চেতেশ্বর পুজারা। পিছিয়ে গেছেন ডেভিড ওয়ার্নার। সিডনিতে বাজে পারফরম্যান্সের জন্য তিন ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেছেন ওয়ার্নার। বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষ আছেন প্যাট কামিন্স। পরের তিনজন যথাক্রমে স্স্টুয়ার্ট ব্রড, নিল ওয়্যাগনার ও টিম সাউদি। পাঁচে উঠেছেন জশ হ্যাজেলউড, তিন ধাপ পিছিয়ে আটে নেমে গেছেন আরেক অসি বোলার মিচেল স্টার্ক। তিন ধাপ এগিয়ে সাতে উঠেছেন অ্যান্ডারসন।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই এক নম্বরে আছেন বেন স্টোকস। জেসন হোল্ডারকে তিনে নামিয়ে দ্বিতীয়তে উঠেছেন রবীন্দ্র জাদেজা। আর চতুর্থ স্থানে আছেন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান।