মনোহরদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

0
96

রেজা আহাম্মেদ জয়: স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আয়োজনে রবিবার বিকেলে র‌্যালী ও আলোচনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি সামসুজ্জামান সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ইলিয়াস খাঁন সহ আওয়ামী দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পাকিস্তানের বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে যুদ্ধবিধ্বস্ত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন। বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের মধ্য দিয়ে স্বাধীনতাযুদ্ধে বিজয় পূর্ণতা পায়। দিনটিকে স্মরন করে সেচ্ছাসেবকলীগের নেতারা বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

এ সময় ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি সামসুজ্জামান সুমন বলেন, বঙ্গবন্ধুর সৈনিক হয়ে দলের হয়ে কাজ করছি। যতদিন দেহে প্রাণ আছে ততদিন কাজ করে যাবো। আগামীতে জনপ্রতিনিধি হিসাবে মানুষের সেবা করতে চাই। সে লক্ষ্যে তিনি সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করেন।

উক্ত ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজব আলী, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, যুবলীগের নেতা আব্দুল হান্নান, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন সোহাগ, সেচ্ছাসেবকলীগের ত্যাগী কর্মী জুয়েল রানা, আলম পাইলট, ইসরাফিল হোসেন, বাবর আলী, নাজিম উদ্দীন, লাল্টু রহমান, আব্দুল হান্নান, আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের ত্যাগী কর্মী রাশিদুল ইসলাম প্রমূখ।