খুলনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান ভস্মীভূত

0
87

খুলনা প্রতিনিধি : ২৭ মে বুধবার ভোরে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার নতুন স্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩৫টি দোকান ভস্মীভূত হওয়ায় প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা ।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, উপজেলার নতুন স্ট্যান্ডের খালের উপর অবস্থিত ঝুলন্ত দোকানে আগুন লাগলে তা মুহূর্তের মধ্যে আশপাশের একাধিক দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় স্ট্যান্ড মসজিদের মাইকে বার বার আগুন লাগার ঘোষণা দিতে থাকে। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় ৷

ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই ৯৫ শতাংশ দোকান পুড়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শনের পর বটিয়াঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুজ্জামান সাংবাদিকদের জানান , নতুন স্ট্যান্ড মোড়ে অগ্নিকাণ্ডে ২৩টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয় জনগণের সর্বাত্মক প্রচেষ্টায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে।