জার্মানিতে প্রবাসীরাও টিকা পাচ্ছেন

0
103

প্রাণঘাতী করোনাকে দমনে টিকা দেয়ার কার্যক্রমের মধ্য দিয়ে অন্যান্য দেশের মত জার্মানিও সফলতার স্বাক্ষর রাখতে শুরু করেছে। শুরু থেকে এখন পর্যন্ত আড়াই লাখেরও বেশি মানুষকে টিকা দানের আওতায় আনা হয়েছে। টিকা দেয়া হচ্ছে ৮০ বছরের ঊর্ধ্বে থাকা প্রবীণসহ স্বাস্থ্যখাত সংশ্লিষ্টদের। এরইমধ্যে দেশটিতে বসবাসরত ২০ হাজার প্রবাসীর মধ্যে স্বাস্থ্যখাতে কর্মরতসহ অনেকেই নিয়েছেন এই টিকা।

এক প্রবাসী জানান, জার্মানিতে প্রবাসীদের মধ্যে টিকা দেওয়া হচ্ছে। আমিও টিকা নিয়েছে, তবে এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। একটু ব্যথা ছিল, তবে এটা চলে গেছে। আশা করছি, জার্মানিতে থাকা সব প্রবাসীদের টিকার আওতায় আনা হবে। দেশটির স্থানীয়দের মধ্যে এখনো অনেকেই মনে করছেন অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া শুরু হলেও করোনা থেকে বাঁচতে টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পাশাপাশি বিধিনিয়ম মেনে চলার কোন বিকল্প নাই।

স্থানীয় একজন জানান, সোজাভাবে বলতে চাই ভ্যাকসিন দেয়া সবে শুরু হয়েছে, করোনা এখনি পালাবে সেটা আমি বিশ্বাস করি না। আরো সময় লাগবে। ততদিন মাস্ক পড়ে থাকতে হবে। ইউরোপের অন্যান্য দেশগুলোর মত জার্মানিতেও কোভিড নাইন্টিনের ভ্যাকসিনের চলমান কার্যক্রমকে মহামারি ঠেকানোর সুষ্ঠু পরিকল্পনা বলছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।এদিকে জার্মানি জুড়ে প্রায় প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। যে সংখ্যা এখন ৩৪ হাজরেরও বেশি ।