জামালপুরে ২০৩ জন করোনায় আক্রান্ত

0
90

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: ২৬ মে ২০২০,মঙ্গলবার পর্যন্ত জামালপুরে কোভিড -১৯ করোনা ভাইরাসে সর্বমোট ২০৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে স্বাস্থ্য বিভাগের মোট ৭৬জন কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। তন্মধ্যে চিকিৎসক- ২২, নার্স- ১২ এবং অন্যান্য স্বাস্থ্য কর্মী ৪২জন করোনায় আক্রান্ত হয়েছেন।

জামালপুর জেলা স্বাস্থ্য প্রশাসন সূত্রে জানা যায়, ২৬ মে ২০২০ জামালপুরের প্রতিবেদনে জামালপুর ল্যাবে ৩৩ টি নমুনা পরীক্ষায় ১০ জন (জামালপুর সদর) করোনা শনাক্ত হয়েছে।

জেলায় সর্বমোট সংক্রমণ শনাক্ত ২০৩ জনের মধ্যে (সরিষাবাড়ী ১৮, মেলান্দহ ৪৮, মাদারগঞ্জ ১৩, বকশীগঞ্জ ১৪, দেওয়ানগঞ্জ ১১, ইসলামপুর ৩০, সদর ৬৯জন)।

আজ সুস্থ হয়েছেন ১৪জন, সর্বমোট সুস্থ ১০৯জন।জামালপুর জেলা স্বাস্থ্য প্রশাসন এ সংবাদ নিশ্চিত করেছেন।

জেলায় সর্বমোট মৃত্যু ৪ (চিকিৎসাধীন ২ জন – দেওয়ানগঞ্জ ও মেলান্দহ, মৃতের নমুনায় শনাক্ত ২ জন – ইসলামপুর)।

সর্বশেষ নমুনা সংগ্রহ ৬৮জন, এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০৪৫জনের।