সৌরভের অবস্থা স্থিতিশীল

0
87

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। আপাতত সুস্থ রয়েছেন তিনি। সৌরভের শারীরিক অবস্থা সম্পর্কে বিসিসিআই সচিব জয় শাহ টুইট করে জানালেন বর্তমান পরিস্থিতি। টুইটারে জয় শাহ লিখেছেন, ‘সৌরভের দ্রুত আরোগ্য কামনা করি। আমি তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছি। উনি বর্তমানে সুস্থ রয়েছেন।’

আইসিসি টুইট করে জানিয়েছে, ‘ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ হৃদরোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উনি বর্তমানে সুস্থ রয়েছেন। তার দ্রুত আরোগ্য কামনা করছি আমরা।’ ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানা গেছে, আজ শনিবার সকালে বাড়িতেই জিম করছিলেন সৌরভ। সে সময় বাড়িতেই মাথা ঘুরে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়।

সৌরভের দেখভালের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এরই মধ্যে বিশেষজ্ঞ ডাক্তারদের একটি বোর্ড গঠন করেছে। ভারতের এসএসকেএম হাসপাতালের একজন কার্ডিওলজি বিশেষজ্ঞকে এই বোর্ডে ডাকা হয়েছে। সৌরভের ভাই স্নেহাশীষ গাঙ্গুলীর উদ্ধৃত দিয়ে আনন্দবাজার লিখেছে, ‘ওর হৃদ্‌যন্ত্রে সমস্যা আছে। তবে সৌরভ স্থিতিশীল।’