রাতের আধারে মির্জাগঞ্জ টু ঢাকা পণ্যবাহী ট্রাকে ও মাইক্রোবাসে যাত্রী বহন

0
131

মোঃ রনি খান, পটুয়াখালী জেলা প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা সিংবাড়ী ও ভয়াং থেকে রাতের আঁধারে মাইক্রোবাস ও পিকআপ ভর্তি করে জনপ্রতি ১৫০০ টাকা ও ২০০০ টাকা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়* জনপ্রতি ১৫০০- ২০০০ টাকা নিলেও ট্রাক মালিক ও মাইক্রোবাস ড্রাইভার তারা সেই টাকা পায়নি এবং স্থানীয় কিছু লোক জন এই কাজ করে বলে জানিয়েছেন ট্রাক ড্রাইভার।

এছাড়াও মির্জাগঞ্জ মাধবখালী ইউনিয়নে গতকাল করণা রোগী শনাক্ত হওয়ার পর পর থেকেই মির্জাগঞ্জ উপজেলা একটি খুব নেমে এসে। তার মধ্য দিয়েই ট্রাক ড্রাইভার ও মাইক্রোবাস এরকম যাতায়াত করলে করোনা বাড়বে বলে আশা করা যায়।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শওকাত আনোয়ার হোসেন জানান, বর্তমানে পরিবহন বন্ধ থাকলেও স্বাভাবিক চলাচল কিছুটা চলবে এবং দুরত্ব বজায় রেখে সবাইকে কাজ করার আহ্বান করেছেন আমাদের চেকপোস্ট রয়েছে যদি সেখানে ধরা পড়ে তাহলে তাদেরকে জেল ও জরিমানা করা যেতে পারে।এবং অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে খোঁজ নিয়েছি তারপরও যদি এরকম পাওয়া যায় তাহলে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।