ভারতে নতুন করে ২০ হাজার করোনা রোগী শনাক্ত

0
178
ফাইল ছবি

ভারতে নতুন করে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রবিবার এই সংখ্যাটা ছিল ১৮ হাজারের কোটায়। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় মৃত্যুর সংখ্যা গত দুদিনে একই রয়েছে ২৭৯। এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৯০১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে মুক্ত হয়ে ফিরেছেন ২১ হাজার ১৩১ জন। ভারতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২ লাখ ৭ হাজার ৮৭১ জন। এছাড়া করোনাযুদ্ধে জয়ী হয়েছেন দেশের মোট ৯৭ লাখ ৮২ হাজার ৬৬৯ জন।

তবে ভারতে নতুন বছরে অবশ্য করোনার ভ্যাকসিন হাতে পাওয়ার আশা উজ্জ্বল হয়েছে। সব ঠিক থাকলে আগামী বছরের প্রথমার্ধ্বেই ভারতে প্রতিষেধক প্রয়োগের কাজ শুরু হতে পারে বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তবে তার আগে পর্যন্ত চূড়ান্ত সাবধানতা অবলম্বন ছাড়া সংক্রমণমুক্ত থাকার রাস্তা নেই।

সূত্র : সংবাদ প্রতিদিন