মানিকগঞ্জে ঈদের দিনে আইসোলেশনে ১ জনের মৃত্যু, নতুন সনাক্ত ১৬ জন

0
80

মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২২ জন। মানিকগঞ্জের সিভিল সার্জন ডা.আনোয়ারুল আমিন আখন্দ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ।

এ সময় তিনি বলেন,‘নতুন আক্রান্ত ১৬ জনের মধ্যে সিংগাইর উপজেলায় ১ স্বাস্থ্যকর্মীসহ ৩ জন, সাটুরিয়ায় ২ জন, মানিকগঞ্জ সদরে ৩ জন ও ঘিওর ও শিবালয় উপজেলায় ৪ জন করে রয়েছেন।’

তিনি আরো বলেন, ‘এ পর্যন্ত ১৯১৯ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছিল। এর মধ্যে ১৭৮২টির ফল পাওয়া গেছে। এতে করোনা পজিটিভ এসেছে ১২২ জনের। আক্রান্তদের মধ্যে ২৬ জন সুস্থ হয়েছেন। অন্যরা বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আসোলেশনে আছেন।

এদিকে, মানিকগঞ্জ জেলা হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে এক রোগী মারা গেছেন। আজ সোমবার ভোর রাতে মারা যান মানিকগঞ্জ সদর উপজেলার ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ বলেন, ‘গতকাল বিকেলে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন ওই রোগী। করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করার আগেই তিনি মারা যান।’