সুন্দরগঞ্জে মানবিক ইউএনও-র বিদায় সম্বর্ধনা 

0
77
এম এ মাসুদ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসানের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কাজী লুতফুল হাসান এক বছরের কম সময়ের মধ্যেই পরিচিতি পেয়েছেন একজন মানবিক ইউএনও হিসেবে। ছুটে বেড়িয়েছেন উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায়। পাশে দাঁড়িয়েছেন অসহায়, অসুস্থ, গরীব দুঃখী মানুষের।
ছিলেন কৃষি বান্ধব, আর এ কারণেই কৃষি বান্ধব উপজেলা কৃষি কর্মকর্তাকে নিয়ে ছুটে গেছেন কৃষকের দোরগোড়ায়।করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে অভাবী মধ্যবিত্ত,  নিম্ন মধ্যবিত্ত,  নিম্নবিত্তদের খাবার পৌঁছানো, করোনা আক্রান্তদের কাছে  গিয়ে তাদের সাহস যোগানো, কঠোরভাবে লক ডাউন বাস্তবায়ন, এমনকি করোনায় মৃতদের সৎকারেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সরকারি বিভিন্ন কাজ ও বরাদ্দে নিশ্চিত করেছেন স্বচ্ছতা, হয়তোবা অনেকের কাছে হয়েছেন বিরাগভাজনও। তার সান্নিধ্য পেয়ে কেউ কেউ পরিণত হয়েছেন খাঁটি সোনায়।
বুুধবার বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত বিদায় সম্বর্ধনায় বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও কাজী লুতফুল হাসান, কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা ই মাহমুদ, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান সরকার, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান প্রমুখ।  প্রসঙ্গত কাজী লুতফুল হাসান স্বাস্থ অধিদপ্তরে সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগদান করবেন।