শ্রীনগরে কোলাপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি কিসমত সাধারণ সম্পাদক গোপীনাথ

0
153

আরিফুল ইসলাম শ্যামল: শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য এম মাহবুব উল্লাহ্ কিসমত ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্রী গোপী নাথ দাস। কোন প্রার্থী না থাকায় পুনরায় তারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

বুধবার সকাল ১০ টার দিকে ইউনিয়নের সমষপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ মো. লুৎফর রহমান, প্রধান বক্তার বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. তোফাজ্জল হোসেন, উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূইয়া।

কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ্ কিসমতে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী গোপীনাথ দাসের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সোহানা তাহমিনা, এ্যাডভোকেট আবুল কাশেম, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা গোলাম সারোয়ার কবীর। এসময় আরো বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ডালু, যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ মো. আলমগীর, উপদেষ্টা আলহাজ আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মৃধা জীবন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, সাধারণ সম্পাদক হাজী নেছারউল্লাহ্ সুজন, যুগ্ন-সাধারণ সম্পাদক আলাউদ্দিন সিকদার সুমন, শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম জিকু, আওয়ামী লীগ নেতা আব্দুল সালাম, ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম লিমন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সাজেদুল আলম ওপেল, জাকির হোসেন, মোস্তাফিজুর রহমান জনেট, মাহবুব সাহ, হাবিবুর রহমান উজ্জ্বলসহ দলীয় নেতাকর্মী বৃন্দ।