বরিসের ভারত সফর বাতিল হতে পারে

0
80

আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের উপস্থিত থাকার কথা থাকলেও ওই সফর বাতিল হতে পারে। যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস দ্রুত ছড়াতে থাকায় এই সফর বাতিলের ইঙ্গিত দিয়েছেন ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ার অব দ্য কাউন্সিল ড. চাদ নাগপাল। এনডিটিভি।

১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি কার্যকর হয় ভারতের সংবিধান। দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করে থাকে দেশটি। ১৯৯৩ সালে প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতের প্রজাতন্ত্র দিবসে যোগ দেন জন মেজর। তার প্রায় তিন দশকের মাথায় দ্বিতীয় ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেন বরিস জনসন।

তবে মঙ্গলবার ড. চাদ নাগপাল বলেন, জনসনের সফর নিয়ে ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত চূড়ান্তের সময় এখনও আসেনি। তবে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তারের মাত্রা অব্যাহত থাকলে সফরটি সম্ভব নাও হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ব্রিটিশ সরকার নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কথা জানানোর পর বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্য ভ্রমণ বাতিলের ঘোষণা দিয়েছে। আরও কয়েকটি দেশ একই পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে। রবিবার ব্রিটিশ সরকারের ওই ঘোষণার পর প্রথমে কয়েকটি ইউরোপীয় দেশ এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার পর আরও কিছু দেশ তা অনুসরণ করছে। ভারতও একই ধরণের পদক্ষেপ নিয়ে যুক্তরাজ্যের সাথে বিমান চলাচল বন্ধ রেখেছে।

উল্লেখ্য, নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস বেশি সংক্রামক হতে পারে। কিন্তু এটি বেশি প্রাণঘাতী সেরকম কোনও ইঙ্গিত এখনও পাওয়া যায়নি।