নেত্রকোনায় ব্লাড গ্রুপ ক্যাম্পেইন এবং বয়স্ক রোগীর বিনামূল্যে চিকিৎসা প্রদান

0
86

মো.কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা সদর উপজেলার ৭নং কাইলাটি ইউনিয়নের বালুয়াকান্দা গ্রামে রক্তের বন্ধন সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে একঝাঁক তরুণ তরুণী রক্তযোদ্ধাদের নিয়ে বিনামূল্যে ব্লাডগ্রুপ ক্যাম্পেইন,বয়স্ক রোগী দেখা ও বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

২১ ডিসেম্বর সোমবার সকালে জেলার কাইলাটি ইউনিয়নে বালুয়াকান্দা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। রক্তের বন্ধন সংঠনের প্রতিষ্ঠাতা রাজন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং কাইলাটি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, কাইলাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হোসেন আহম্মেদ, সাধারন সম্পাদক মজিবর রহমান,প্রবীন হিতেষী সংঘের সাধারন সম্পাদক ছায়েদুর রহমান, আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাশিদ,আওয়ামীলীগ নেতা আবু তাহের মিয়া, কিড্ডি কিংডম পার্কের চেয়ারম্যান শোয়েব তানবির হিমেলসহ অন্যরা।

এসময় বক্তব্য রাখেন সভাপতি হোসেন আহম্মেদ, সাধারন সম্পাদক মজিবর রহমান,প্রবীন হিতেষী সংঘের সাধারন সম্পাদক ছায়েদুর রহমান, আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাশিদ,আওয়ামীলীগ নেতা আবু তাহের মিয়া, কিড্ডি কিংডম পার্কের চেয়ারম্যান শোয়েব তানবির হিমেলসহ অন্যরা। বক্তারা বলেন রক্তের বন্ধন সেচ্ছাসেবী সংগঠনটিকে যেন এলাকাবাসীর সবাই সহযোগীতা করেন।