ভোটের আগে শুধু মমতাই তৃণমূলে থাকবেন: অমিত

0
185

প্রতিপক্ষ দলের নেতা-বিধায়ক বাগিয়ে নেওয়ার রাজনৈতিক কূটকৌশলে আরেকবার পারদর্শিতা দেখিয়েছেন বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূলের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীকে দলে টেনে তৃণমূলের বিরুদ্ধে সুর আরও চড়ালেন তিনি।

শনিবার পশ্চিমবঙ্গের মেদিনীপুরের কলেজ মাঠে এক সমাবেশে অমিত শাহ বলেন, ‘শুভেন্দুর নেতৃত্বে আজ সব দলের ভালো লোকেরা বিজেপিতে এলেন।’

তিনি বলেন, ‘মমতা দি যখন কংগ্রেস ভেঙে তৃণমূল করলেন, তখন দলবদল ছিল না ওটা? আজ শুভেন্দু এলেন, সেটা দলবদল মনে হচ্ছে? নির্বাচন আসতে আসতে তৃণমূলে মমতা দি একাই পড়ে থাকবেন।’

সমাবেশে মমতার রাজ্য সরকারকেও তোপ দাগাতে ভোলেননি অমিত। বলেন, ‘নরেন্দ্র মোদি যে টাকা পাঠাচ্ছেন, তার কোনো সুবিধা পাচ্ছে না এই বাংলার মানুষ। মমতা দি যতদিন থাকবেন, এটাই চলবে। তৃণমূলকে উৎখাত না করলে এটা পাবেন না।’

বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০ শতাধিক আসনে জিতবে দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিজেপি লোকসভা ভোটেই বুঝিয়ে দিয়েছে বাংলায় তারা কোথায় আছে। আর বিধানসভা ভোটে আগাম বলে রাখছি- দুইশ’র বেশি আসন পাব। বাংলার মানুষ মমতা দিদিকে আর চায় না।’

নাড্ডার গাড়িবহরে হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘বিজেপি কর্মীদের মেরে, কনভয়ে হামলা করে বিজেপিকে রোখা যাবে না। বরং আরও বেশি করে বিজেপি আপনাকে প্রত্যাঘাত করবে। গোটা বাংলা আজ একজোট হচ্ছে আপনাকে (মমতা) সরাতে।’

এই সময় জানায়, এদিন গোটা মেদিনীপুর মাঠে ‘জয় শ্রীরাম’ ধ্বনি ওঠে অমিত শাহের বক্তব্যের শেষে।

বিজেপিতে যোগ দিয়েই সুর চড়িয়েছেন শুভেন্দুও। বলেন, ‘অমিত শাহ আমার বড় দাদা। …নেতাগিরি করব না। বিজেপি পতাকা লাগাতে বললে লাগাব, দেয়াল লিখতে বললেন লিখবো।’