জাতিকে সুস্থ্য রাখতে হলে শিশুদের সুস্থ্য রাখতে হবে

0
79

চৌধুরী নুপুর নাহার তাজ,নিজস্ব প্রতিনিধি: দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ বলেছেন, জাতিকে সুস্থ্য রাখতে হলে শিশুদের সুস্থ্য রাখতে হবে। কারণ শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। হাম রুবেলা টিকা সম্পূর্ণ নিরাপদ, কার্যকরী ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন, যা মারাত্মক সংক্রামক রোগ হাম রুবেলা প্রতিরোধ করে শিশুকে সুস্থ্য রাখে। হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ১৯ ডিসেম্বর ২০২০ থেকে ৩১ জানুয়ারী ২০২১ পর্যন্ত স্থায়ী ক্যাম্পগুলোতে অনুষ্ঠিত হবে।

১৭ ডিসেম্বর বৃহস্পতিবার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অডিটোরিয়ামে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) এর সহযোগিতায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন।

ক্যাম্পেইন সম্পর্কে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ আসিফ আহমেদ হাওলাদার, এমওসিএস ডাঃ শাহ মোঃ এজাজুল হক, এসআইএমও ডাঃ পল্লব চক্রবর্তী, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, সঞ্চালকের দায়িত্ব পালন করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ ইছামুদ্দিন। সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ হাম রুবেলা ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহযোগতা কামনা করেন।