হাসপাতালে ঠাঁই না পেয়ে বলিউড শিল্পীর মৃত্যু

0
112

ক্যান্সারের কারণে অসুস্থ হয়ে পড়ায় বলিউড শিল্পী মোহিত ভাগেলকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করা হলেও, করোনা আতঙ্কে হাসপাতালগুলোতে ঠাঁই দেয়া হয়নি তাকে। অবশেষে মারা গেলেন তিনি।

তিনি সর্বশেষ অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও পরিণীতি চোপড়ার ‘জবরিয়া জোড়ি’ ছবিতে। সালমান খানের সহশিল্পী হিসেবে তাকে একাধিক সিনেমায় দেখা গিয়েছে।

মোহিত ভাগেলের প্রয়াণে ‘ড্রিম গার্ল’ নির্মাতা রাজ সান্ডালিয়া টুইটে লিখেছেন, ‘মোহিত, আমার ভাই এত কীসের তাড়া ছিল যাওয়ার? বলেছিলাম যে পুরো ইন্ডাস্ট্রি আপনার জন্য থেমে আছে। আপনি সুস্থ হলে আবার শুরু হবে সব কাজ। কত ভালো অভিনয় করতেন আপনি। আমার পরের ছবিতে আপনার জন্য অপেক্ষা করবো, আপনাকে আসতেই হবে।’

টুইটারে পরিণীতি চোপড়া লিখেছেন, ‘কাজ করার জন্য সবচেয়ে ভালো মানুষদের একজন। হাসিখুশি, পজিটিভ এবং আত্মবিশ্বাসী সবসময়ে। ভালবাসি মোহিত।’

যশরাজ ফিল্মের ‘বান্টি অউর বাবলি টু’ ছবিতে অভিনয় করার কথা ছিল মোহিতের। জানুয়ারিতে কিছু অংশের দৃশ্য ধারণ করা হয়েছে। তার অংশের আরও কিছু কাজ বাকি ছিল। করোনাভাইরাসের কারণে শুটিং বন্ধ হয়ে যাওয়ায় করা হলো না।