মাগুরাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আইনজীবী মির্জা হাফিজ

0
49

মতিন রহমান : মাগুরা: মাগুরা জেলা জজকোর্টের তরুণ ও মেধাবী আইনজীবী মির্জা হাফিজ তার পক্ষ থেকে মাগুরাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

মুসলিমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। আর এই আনন্দে ভেদাভেদ ভুলে গিয়ে ঈদ আনন্দে ভরে উঠুক সকলের জীবন। মাহামারি এই প্রাদুর্ভাব কেটে গিয়ে আবারো ঈদ আসবে আনন্দ আর উল্লাস নিয়ে মুসলিমদের দ্বারে এটাই হোক সকলের প্রত্যাশা।

মির্জা হাফিজ এক বার্তায় জানান , এবারের ঈদ আনন্দ কাটুক সকলের ঘরে ঘরে। মুখে মাস্ক পরি ও সামাজিক দূরত্ব বজায় রাখি। পবিত্র ঈদ-উল ফিতর বয়ে আনুক খুশির বার্তা।

Author