মির্জাপুর কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাত ২ পর্বে অনুষ্ঠিত হবে

0
126
মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ

রাব্বি ইসলাম, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পৌরসদর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ প্রতিষ্ঠার ইতিহাসে প্রথম “২ পর্বে” অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের নামাজের জামাত। বিষয়টি নিশ্চিত করেছেন উক্ত মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. সালাহ্ উদ্দিন আহমেদ।

করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি নিয়মানুযায়ী সারাদেশে প্রত্যেক মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদেও সামাজিক দূরত্ব বজায়সহ সরকারি অন্যান্য নির্দেশনা মেনেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে এবং মসজিদের দো’তলা ভবনে মহিলাদের জন্যও নামাজের সু-ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ।

সোমবার (২৫‘মে) অনুষ্ঠিতব্য ঈদুল ফিতরের নামাজের জামাতে ১ম পর্বে ঈমামতি করবেন উক্ত মসজিদের খতিব মুফাসসিরে কোরআন মাওলানা সালাহ্ উদ্দিন আশরাফী এবং ২য় পর্বের নামাজের জামাতে ঈমামতি করবেন মসজিদের পেশ ঈমাম মাওলানা মো. তাওহীদুল ইসলাম। ১ম পর্বে সকাল ০৯ ঘটিকায় এবং ২য় পর্বে সকাল ০৯.৩০ ঘটিকায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।