বায়তুশ শরফের নতুন পীর আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী

0
108

এশিয়া মহাদেশের বিখ্যাত আধ্যাত্মিক প্রতিষ্ঠান বায়তুশ শরফের পীর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী।বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ ও মজলিসুল ওলামা বাংলাদেশের এক যৌথ সভা গত ২৩শে মে ২০২০ইং তারিখ বায়তুশ শরফ কেন্দ্রীয় মসজিদে বাদে আছর অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আনজুমানে ইত্তেহাদের সম্পাদক (সংগঠন ও সমাজকল্যাণ) আলহাজ্ব ইদ্রিস মিয়া এবং মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব আল্লামা মামুনুর রশীদ নূরী যৌথভাবে আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী ছাহেবকে বায়তুশ শরফের পীর হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

মজলিসুল ওলামা বাংলাদেশের জৈষ্ট্য সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী সাহেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নিজাম উদ্দিন নদভী। মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আহসান উল্লাহ (আহসানসাইয়্যেদ)। উপস্থিত ছিলেন মরহুম শাহ মাওলানা কুতুব উদ্দিন (রহ:) এর সুযোগ্য সন্তান মাওলানা ছালাহউদ্দিন বেলাল, আল্লামা কাজী জাফর আহমদ, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ডাইরেক্টর আলহাজ্ব মর্তুজা ছিদ্দিকী, বায়তুশ শরফ মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মুসা, মাওলানা কাজী শিহাব উদ্দীন, মাওলানা সিরাজুল হক নদভী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নাঈমুল্লাহ, মুহাদ্দিস মাওলানা ফজলুল রহমান, মাওলানা আবদুল কাইয়ুম, আলহাজ্ব মুহাম্মদ ইয়াছিন, মাওলানা শাহ আলম, মাওলানা মুহিব্বুর রহমান, হাফেজ মাওলানা মফিজুর রহমান এছাড়াও আনজুমানে ইত্তেহাদ, মজলিসুল ওলামা দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

সভায় প্রফেসর আবু রেজা মুহাম্মদ নিজাম উদ্দিন নদভী সার গর্ব বক্তব্য রাখেন। প্রফেসর ড. আহসান সাইয়্যেদও তার মুল্যবান বক্তব্য প্রদান করেন। এছাড়া উপস্থিত শীর্ষ আলেম ওলামা তাদের মতামত ব্যক্ত করেন। পরে সকলের সর্বসম্মতিক্রমে বায়তুশ শরফের খাদেম হিসেবে বায়তুশ শরফের প্রধানরূপকার শাহ সুফী আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার (রহ:) এর সুযোগ্য ছাহেবজাদা বিশিষ্ট লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভীকে পীর হিসেবে নির্বাচিত করা হয়।সভা শেষে নব নির্বাচিত পীর আল্লামা আবদুল হাই নদভী উপস্থিত সকলকে তাওবা, বাইয়াত এবং মোনাজাত পরিচালনা করেন।