সোমালিয়া থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

0
87

আগামী ১৫ জানুয়ারির মধ্যে সোমালিয়া থেকে প্রায় সব মার্কিন সেনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগন সূত্রে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, আফ্রিকার ওই দেশটিতে এখন সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের মাত্র ৭০০ সৈন্য রয়েছে। তারা স্থানীয় বাহিনীগুলোকে আল-শাবাব ও ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করছে।

সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প ইরাক ও আফগানিস্তান থেকেও মার্কিন সেনা কমিয়ে এনেছেন। দীর্ঘদিন ধরেই তাকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে থাকা মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে আনতে সচেষ্ট দেখা গেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এবার সোমালিয়া থেকে সরিয়ে নেওয়া কিছু সেনাকে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হবে। সেখান থেকেই তারা ওই অঞ্চলে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাবেন।

ট্রাম্পের মতে মার্কিন সামরিক বাহিনীর এ ধরনের অভিযানে অনেক অর্থ ব্যয় হলেও শেষ পর্যন্ত সেগুলো অকার্যকর হিসেবেও প্রমাণিত হয়। সোমালিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারে নির্দেশ দিয়ে ট্রাম্প কার্যত যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের নীতির বিপরীতে অবস্থান নিলেন বলে মনে করছেন বিশ্লেষকরা। গত মাসে বরখাস্ত হওয়া এসপার সোমালিয়ায় মার্কিন সেনা উপস্থিতির পক্ষে ছিলেন।