বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ

0
101

বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ দেখা যাবে। এই বছরে এর আগে ১০ জানুয়ারি, ৫ জুন, ৪ জুলাই চন্দ্রগ্রহণ হয়েছে। তবে শেষের এই গ্রহণটি অনেকটাই বেশি সময় ধরে হবে।

আজকের চন্দ্রগ্রহণ স্থায়ী হবে প্রায় চারঘন্টা। ভারতীয় সময় দুপুর ১.০৪-এ গ্রহণ শুরু হবে। যা শীর্ষে থাকবে ৩.১৩-তে। আর শেষ হবে বিকেল ৫.২২-এ।
বাংলাদেশ থেকে চন্দ্রগ্রহণ দেখা যেতে পারে।

চন্দ্রগ্রহণ দেখা যাবে ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্যাসিফিক এবং আটলান্টিক থেকে।

চন্দ্রগ্রহণ কী

যখন চাঁদ, সূর্য এবং পৃথিবী এক সরল রেখায় চলে আসে। এটি সম্পন্ন হয় যখন চাঁদ পৃথিবীর ছাঁয়ায় চলে আসে। গ্রহণ মূলত তিন প্রকার হয়। একটি পূর্ণগ্রাস, একটি আংশিক গ্রহণ ও আরেক টি বলয়গ্রাস।

৩০ নভেম্বরের চন্দ্রগ্রহণ বলয়গ্রাসের আওতায় থাকবে। তবে এটাই বছরের শেষ গ্রহণ নয়। বছরের শেষ গ্রহণ হবে সূর্য গ্রহণ। তা হবে ১৪ ডিসেম্বর ।