জানুয়ারিতে চালু হতে পারে ফেসবুক ক্রিপ্টোকারেন্সি ‘লিব্রা’

0
104

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বৈশ্বিক পেমেন্ট সিস্টেমের বাজারে প্রবেশ করতে নিজস্ব ভার্চুয়াল মুদ্রা নিয়ে আসার ঘোষণা দিয়েছিল আগেই। ‘লিব্রা’ নামে ফেসবুকের এ ভার্চুয়াল মুদ্রা আসতে পারে জানুয়ারিতে। ফিন্যান্সিয়াল টাইমসের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের খবর, ফেসবুক-সমর্থিত ক্রিপ্টোকারেন্সির ‘লিব্রা’ জানুয়ারিতে চালু হতে পারে। লিব্রা অ্যাসোসিয়েশন এখন একটি একক ডলার সমর্থিত মুদ্রা চালুর পরিকল্পনা করেছে।

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, একই সময়ে ফেসবুক সম্ভবত নিজস্ব ওয়ালেট চালু করবে, যা ডিজিটাল ওয়ালেট হিসেবে ভার্চুয়াল মুদ্রা সংরক্ষণ, আদান-প্রদান ও খরচের সুবিধা দেবে। মেসেজিং প্ল্যাটফর্মের মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত থাকবে এই সেবা।