রবিবার দ্বিতীয় ধাপের পৌরভোটের তফসিলের সিদ্ধান্ত

0
102

স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিতে রবিবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এই দিন কোন ধাপে কোন পৌরসভা এবং কখন ভোট হবে সে-বিষয়ে সিদ্ধান্ত হবে। এছাড়া এ দিন ইসির নিবন্ধনে থাকা রাজনৈতিক দল প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) নিবন্ধন বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়টিও রাখা হয়েছে রবিবারের সভার এজেন্ডায়। ইসির সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে আগারগাঁও নির্বাচন ভবনে বিকাল ৩টায় কমিশন সভা আহ্বান করা হয়েছে। এই সভায় চার নির্বাচন কমিশনার, ইসির সচিবালয়ের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সংশ্লিষ্টদের উপস্থিতিতে এদিন বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দিতে কত টাকা ফি নেয়া যায় তা নির্ধারণের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।