ফ্যাশন নিয়ে কলকাতা এ্যান্জেলা ইভেন্টের নতুন যাত্রা, ‘দ্যা রানওয়ে স্টোরি’ আসছে

0
132

কলকাতা : নারী কখনো মা, কখনো বোন আবার কখনো সঙ্গিনী বা সন্তান। একটি পরিবারে নারীর কতটা আত্মত্যাগ, তা অনেক সময় পুরুষের উপলব্ধিতেই আসে না। অনেক সময় আমাদের পুরুষতান্ত্রিকতার যাঁতাকলে দুমড়ে-মুচড়ে যায় নারীর সুখ-স্বাচ্ছন্দ্য আর স্বপ্নের বাগান। শত প্রতিবন্ধকতা ডিঙ্গিয়ে কজন নারীইবা মনে বুনন করা স্বপ্নটি বাস্তবতায় রূপ দিতে পারেন। কজনইবা পারেন নিজেকে সার্থক ও প্রতিষ্ঠিত করে গড়ে তুলতে।

এমনই একজন নারীর কথা বলছি, যিনি নিজের চেষ্টায় হয়ে উঠেছেন একজন সফল নারী। তিনি এ্যান্জেলা ইভেন্ট এর কর্ণধর এ্যান্জেলা রাহা । তিনি একাধারে কলকাতার মেধাবী নারী উদ্যোক্তা, শোস্যাল এক্টিভিস্ট , ও ফ্যাশন জগতের এক স্বপ্নবাজ নারী। বাংলাদেশেও খুলতে চলেছেন শাখা ৷

এ্যান্জেলা ইভেন্ট বরাবরই তারুন্যকে প্রাধান্য দিয়ে আসছে ৷ এ্যান্জেলা নিজে একজন তরুন ইন্টারপ্রিনিউআর ৷ তাই তরুনদের চাহিদা , ভাবনাটা মাথায় নিয়েই কাজ করতে খুব আগ্রহী ৷ একান্ত আলাপচারিতার তিনি জানিয়েছেন এবার তারই টিম ‘দ্যা এ্যান্জেলা ইভেন্ট’ আবারও নতুন চমক দিতে হাজির ৷ এবার মাঠ কাঁপাতে আসছে “দ্যা রানওয়ে স্টোরি’ ৷

এ্যান্জেলা ইভেন্ট বেশ আগে থেকেই বিনোদন জগতে বেশ পরিচিত নাম ৷ কলকাতার পরই শিলিগুড়িতে খোলা হচ্ছে নতুন শাখা ৷ এরই মাঝে তারা পদার্পন করতে যাচ্ছে ফ্যাশন জগতে ৷ ফ্যাশন জগতকে এক নতুন মাত্রা দিতে কাজ করে চলেছে এ্যান্জেলা ইভেন্ট ৷ ফ্যাশন মানুষের ব্যক্তিত্ব আর রুচির বহিঃপ্রকাশ ঘটায় ৷ অার তারুণ্যই এই ফ্যাশনের মূল লক্ষ্য ৷

এ্যান্জেলা ইভেন্ট এর এ্যাডভাইজার দীপান্জন বসাক তার ফ্যাশন শো এর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিয়ে আসছেন ফ্যাশান শো “দ্যা রানওয়ে স্টোরি” ৷ আর বরাবরের মত এ্যান্জেলা রাহার আইডিয়া তো সাথে রয়েছেই ৷
এ বিষয়ে এ্যান্জেলা রাহা জানিয়েছেন “ইতিমধ্যেই বেশকিছু বড়সড় কোম্পানি এই ইভেন্ট এ যুক্ত হয়েছেন ৷ তবে পুরো আইডিয়া তিনি এই মূহূর্তে পাবলিক করতে ইন্টারেস্টেড নন ৷ বিনোদন ও ফ্যাশন জগতের অনেকেই এতে যুক্ত আছেন ৷

এ্যান্জেলা ইভেন্ট মুলত বিভিন্ন ইভেন্ট হোস্ট করে ৷ পিআর ,ব্রান্ডিং,মার্কেটিং,এ্যাওয়ার্ড শো সহ নানা ধরনের সামাজিক কার্যক্রম করে থাকে ৷ আমাদের উইডিং সেকশন চালু করার পরিকল্পনা রয়েছে ৷ আশাকরছি ২০২১ সালে আমরা উইডিং সেকশনটিও চালু করতে পারবো ৷