মাননীয় চীফ হুইপের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, গ্রেফতার ১

0
97

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে জাহিদ বিন আজীজ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল গত মঙ্গলবার রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

আজ বৃহস্পতিবার ডিএমপি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। ইশতিয়াক আহমেদ বলেন, ‘জাহিদ বিন আজীজকে রায়েরবাজারের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ভুয়া ফেসবুক আইডি ব্যবহারের কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। গত ২৪ নভেম্বর চিফ হুইপের ব্যক্তিগত কর্মকর্তা বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।’

সহকারী পুলিশ কমিশনার বলেন, ‘মামলার এজাহারে বলা হয়, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডি ‘N. Alam Chowdhury MP’ দিয়ে দীর্ঘদিন যাবৎ কে বা কাহারা অসৎ উদ্দেশ্যে ফেসবুক আইডি ব্যবহার করছে। এর ফলে চিফ হুইপের ফেসবুক আইডি মনে করে বহুলোক উক্ত ফেসবুক আইডিতে যুক্ত হচ্ছেন এবং হয়েছেন। এ ছাড়াও উক্ত ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে চিফ হুইপ মহোদয়ের বিভিন্ন ছবি ও সামাজিক কর্মকাণ্ডের ছবিসহ বিভিন্ন মতামত আপলোড করা হয়েছে। প্রকৃতপক্ষে চিফ হুইপ মহোদয় কোনো ফেসবুক আইডি ব্যবহার করেন না।’

ইশতিয়াক আহমেদ আরো বলেন, ‘পরবর্তীতে মামলাটি সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক মো. আবু সাঈদ অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করে। বর্তমানে জাহিদ বিন আজীজকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।’এ বিষয়ে জানতে চাইলে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী মুঠোফোনে এনটিভিকে বলেন, ‘সম্প্রতি আমার নাম ব্যবহার করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট খোলা হয়েছে। অ