সৈকতে আটকে ১০০ তিমির মৃত্যু

0
101

নিউজিল্যান্ডের প্রত্যন্ত চাথাম দ্বীপপুঞ্জের সৈকতে আটকে পড়ে মারা গেছে ১০০ পাইলট তিমি। প্রাণী সংরক্ষণ কর্মকর্তারা জানান, রোববার এ ঘটনা সম্পর্কে তাঁরা জানতে পারেন। এর পরই চাথাম দ্বীপপুঞ্জে হাজির হন তাঁরা। নিউজিল্যান্ডের ৫০০ মাইল পশ্চিমে এ দ্বীপপুঞ্জের অবস্থান। সেখানকার ওয়েইটাঙ্গি পশ্চিম সৈকতে তিমিগুলো আটকে পড়ে। মোট ৯৭টি পাইলট তিমি এবং তিনটি ডলফিনের মৃতদেহ উদ্ধার করেন কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।

ওয়েইটাঙ্গির সৈকতটিতে পৌঁছে অল্পসংখ্যক তিমিকে জীবিত অবস্থায় পান তাঁরা। তিমিগুলোর মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পাইলট তিমি হচ্ছে নিউজিল্যান্ডের পরিচিত একটি সামুদ্রিক প্রাণী। এটি ছয় মিটার পর্যন্ত লম্বা হয়। দুই মাস আগে অস্ট্রেলিয়ার তাসমানিয়া সৈকতে ৩৮০ তিমির মৃত্যু ঘটেছিল। এটি বিশ্বের অন্যতম তিমি মৃত্যুর ঘটনা। একইভাবে দুই বছর আগে নিউজিল্যান্ডের স্টুয়ার্ট দ্বীপে আটকে পড়ে ১৪৫টি পাইলট তিমি মারা গিয়েছিল।