ঘূর্ণিঝড় নিভারের দাপটে তামিলনাড়ুতে তিনজনের মৃত্যু

0
79

ঘূর্ণিঝড় নিভারের দাপটে ভারতের তামিলনাড়ুতে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। এ কথা জানিয়েছেন তামিলনাড়ুর অতিরিক্ত চিফ সেক্রেটারি অতুল্য মিশ্র। তবে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, চেন্নাই এবং পার্শ্ববর্তী এলাকায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে।

তামিলনাড়ুতে ইতোমধ্যে ঝড়ের দাপট কমেছে। কয়েকটি অংশে অবশ্য ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শক্তি হারিয়ে নিস্তেজ হয়ে পড়েছে নিভার। আপাতত সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। পরবর্তী ছয় ঘণ্টায় তা আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। বৃহ্স্পতিবার রাতের মধ্যে তা নিম্নচাপ হয়ে যাবে।

তামিলনাড়ুর অতিরিক্ত চিফ সেক্রেটারিকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যটিতে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিনজন। ১০১টি কুঁড়েঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে যাওয়া ৩৮০টি গাছ ইতোমধ্যে সরিয়ে দেয়া হয়েছে। প্রয়োজনীয় সেবা পুরোপুরি স্বাভাবিক হয়ে এসেছে। চেন্নাইসহ তামিলনাড়ুর একাধিক জায়গায় পানি জমেছে। কোথাও কোথাও গাড়ির উপর গাছের ডাল ভেঙে পড়েছে।

একই অবস্থা পুদুচেরিতেও। বৃহস্পতিবার পুদুচেরি এবং শহরতলিতে ভারী বৃষ্টিপাত হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপড়ে গেছে গাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের খুঁটি। নিচু জায়গাগুলোর অধিকাংশ পানি নিচে ডুবে গেছে। তবে কেন্দ্রশাসিত অঞ্চলের কোথাও এখনও প্রাণহানির খবর মেলেনি।

বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। তিনি জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে পুদুচেরিতে ২৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অধিকাংশ আবাসিক এলাকায় পানি জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে বাড়িতেই আটকে পড়েছে মানুষজন।