করোনা ও ঘূর্ণিঝড়ে অসহায় শিক্ষার্থীদের পাশে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি

0
102

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: করোনা এবং সাম্প্রতিক ঘূর্ণিঝড় আম্ফানের কারণে অসহায় হয়ে পড়া শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(বশেমুরবিপ্রবিসাস)

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের আইন,অর্থনীতি,রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সর্ম্পক,ফাইন্যান্স এন্ড ব্যাংকিং,ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স,লাইস্টক সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের কিছু অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার স্বরুপ আর্থিক অর্থ প্রদান করেছে সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ।

এ বিষয়ে সাংবাদিক সমিতির সভাপতি শামস্ জেবিন বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত ও অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, দেশের এই সংকটপন্ন সময়ে আমরা আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে। ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় তাদের পাশে থাকার চেষ্টা করব।

এ প্রসঙ্গে সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, আমারা সব সময় লক্ষ্য রাখি আমাদের বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী সমস্যায় জর্জরিত কিনা, তারই ধারাবাহিকতায় আমাদের এই ছোট প্রয়াস। ভবিষ্যতে আমরা সাধারণ শিক্ষার্থীদের যেকোন সমস্যায় তাদের পাশে আছি|