রাবিতে নবনির্মিত মসজিদের উদ্বোধন

0
144

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গোরস্থানে নির্মিত নতুন মসজিদের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০টায় নবনির্মিত এ মসজিদটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, গোরস্থানটিতে অনেক আগে নির্মিত টিনশেডের একটি জরাজীর্ণ মসজিদ ছিলো। পরবর্তীতে সেটি ভেঙ্গে দিয়ে নতুন পরিসরে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে।

নবনির্মিত মসজিদ সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ (ভারপ্রাপ্ত) জানান, ২০১৮ সালের ৫নভেম্বর থেকে নির্মানাধীণ দ্বিতল এই মসজিদটির চুক্তিমূল্য ধরা হয়েছিলো এক কোটি ৮৭ লক্ষ ৫৯ হাজার ৫৩৩ টাকা। ৪৭১০ বর্গফুট জমির উপর ২৪৩৪ বর্গফুট আয়তনের এ মসজিদে একসাথে প্রায় ৬০০ জন মুসাল্লি নামাজ পড়তে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্ট্রার এম এ বারি প্রমুখ।