সিরাজদিখানে সার ও বীজ আলুর ডিলার পয়েন্টে মনিটরিং

0
66

সিরাজদিখান প্রতিনিধি: সিরাজদিখানে সার ও বীজ আলু বেশি দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করতে বিভিন্ন ডিলার পয়েন্টে মনিটরিং করেছেন মুন্সীগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. শাহ আলম ।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা থেকে আড়াইটা পর্যন্ত সিরাজদিখান বাজার ও ইমামগঞ্জ বাজারের বিভিন্ন ডিলার পয়েন্টে গিয়ে এ মনিটরিং করেন। এসময় সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহসিনা জাহান তোরণ, এসএপিপিও মো.মোশারফ হোসেন।

মনিটরিং কালে মুন্সীগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. শাহ আলম বলেন, সিরাজদিখান উপজেলার কোনো ডিলার যাতে বেশি দামে সার ও বীজ আলু বিক্রি করতে না পারে সে লক্ষ্যে মনিটরিং করা হয়েছে। আমরা ডিলারদের বিক্রির রশিদ বই দেখেছি। আর ডিলারদের কে নির্দেশ দেওয়া হয়েছে সরকার নির্ধারিত মূল্যে সার ও বীজ আলু বিক্রি করতে। যদি কেউ বেশি দামে সার ও বীজ আলু বিক্রি করে তাহলে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।