করোনায় আক্রান্ত ব্রাজিলিয়ান তারকা মার্তা

0
87

ছয়বারের ফিফা বর্ষসেরা ফুটবলার ও ব্রাজিলের তারকা মার্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার দেশটির প্রধান ফুটবল সংস্থা (সিবিএফ) এই তথ্য নিশ্চিত করেছে।

করোনা পজিটিভ হওয়ায় ব্রাজিলের দুটি প্রীতি ম্যাচের দল থেকে সরে দাঁড়ালেন ৩৪ বছর বয়সী মার্তা। ২৭ নভেম্বর ঘরের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। ১ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষও একই।

সিবিএফের বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া বলেছে, ছয়বারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়কে সেল্ফ আইসোলেশনে থাকতে বলা হয়েছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।

মার্তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানায়নি ব্রাজিলিয়ান সংস্থা। তবে তার ক্লাব ওরল্যান্ডো প্রাইডকে এই খবর জানানো হয়েছে এবং যে কোনও প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দিয়েছে সিবিএফ।

প্রীতি ম্যাচে মার্তার স্থলাভিষিক্ত হচ্ছেন ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলের ১৯ বছর বয়সী ডিফেন্ডার ক্যামিলা সিলভা।