সরিষাবাড়ীতে ইষ্টেশন পাঠাগারের শুভ উদ্বোধন

0
72

তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধি : চায়ের বিনিময়ে বই পড়া এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে এই প্রথম জামালপুরের সরিষাবাড়ীতে রেলওয়ে ষ্ট্রেশনে “ইষ্টেশন পাঠাগার” নামীয় উন্মুক্ত পাঠাগার এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর)সকাল সাড়ে ১১ টায় তারাকান্দি রেলওয়ে ষ্ট্রেশনে মিলন স্মৃতি পাঠাগার ও রেডিও ১৯ এর যৌথ উদ্দ্যোগে আনুষ্ঠানিক ভাবে এ পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ প্রধান অতিথী হিসেবে ইষ্টেশন পাঠাগারের ফিতা কেটে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-সেতু মন্ত্রানালয়ের অতিরিক্ত সচিব দেওয়ান সাইদুল হাসান,ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী শামীম আজাদ,এ্যাড.মতিয়র রহমান তালুকদার কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন,রেডিও ১৯ এর অনুষ্ঠান উপস্থাপক আসাদুজ্জামান,সিও রনি রাসেল প্রমুখ।

অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,তারাকান্দি রেলওয়ে ষ্ট্রেশনের মাষ্টার আঃ কাদের,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব এর সাধারন সম্পাদক দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি আবুল হোসেন,যুগ্ন সম্পাদক দৈনিক ভোরের ডাক সরিষাবাড়ী প্রতিনিধি তৌকির আহাম্মেদ হাসু, প্রথম আলো সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম,মিলন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ আতিফ আসাদ,আঘড়া’র প্রতিষ্ঠাতা খোকন সরকার, প্রমুখ।