জননী সাহসিকা

0
129

জননী সাহসিকা
সুদীপ চন্দ্র হালদার

হাতেম তাইয়ের কেচ্ছা’র হাসনা বানু মাতামহীর,
দরবেশ মাতামহের আদরের তুমি সুফিয়া খাতুন;
চিরকল্যাণময় মঙ্গলময়তার বার্তা তুমি জাগরণী,
তিমিরবিনাশী আলোর দিশারী তুমি জননী সাহসিকা।।

স্বশিক্ষার আলোয় আলোকিত তুমি সুশিক্ষায়,
‘সৈনিক বধূ’ গল্প আর বাসন্তী কবিতার সৃষ্টিতে,
শিশুমনে রোকেয়া-আদর্শ ধরে এগিয়েছ দৃপ্তচিত্তে;
নব চেতনায় নব সৃষ্টির আলোক উদ্ভাসিতে।।

উদ্দীপ্ত চেতনায় তোমার সংস্কারের শিকল ভাঙার গান,
অহংকারে আস্ফালনহীন কিন্তু সদা চির আপোষহীন।
ভাষা আন্দোলনে, গণঅভ্যুত্থানে তোমার দৃঢ় পদচারনা,
অসাম্প্রদায়িক চেতনা আর দেশপ্রেমে তুমি যে বাতিঘর।।

অম্লান ভালবাসা শিশুর প্রতি হৃদ-অন্তরে তোমার,
‘কচি কাচার মেলা’ তাইতো তোমারই অনবদ্য সৃষ্টি।
নারী জাগরনে রোকেয়া-চেতনা তোমাতে সদা বহমান,
ভগিনী অধিকারে ‘মহিলা পরিষদ’ তোমার অনন্য সৃষ্টি।।

মুক্তির চেতনায় বলীয়ান তুমি মহাত্মার সংস্পর্শে,
চরকায় সুতাকাটা আর ‘মাতৃমঙ্গল’এ তাইতো তুমি।
৭১’এ মার্চের অসহযোগে তুমি যে অগ্রগামী জননী
গোটা নয়মাস সেবিছ বীর মুক্তিযোদ্ধাদের তুমি।।

সম্মাননা-পুরষ্কারের শুভেচ্ছায় তুমি যে বর্নীল,
র্নিদ্বিধায় ত্যজিছ যে পাকির ‘তঘমা-ই-ইমতিয়াজ’।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দেশে সমাহিত তুমি প্রথম জননী,
তোমারই প্রয়াণ দিবসে মোরা তোমারেই প্রণমি।।

সুদীপ চন্দ্র হালদার
সাহিত্যিক; রাজনৈতিক কর্মী
মোবাইলঃ ০১৬৪০৪৪৩৩৯৯